ভিন্ন জগৎ - রংপুর

ভিন্ন জগৎ - রংপুর


ভিন্ন জগৎ - রংপুর


ভিন্ন জগৎ রংপুর ভ্রমণে অন্যতম পিকনিক স্পট। ভিন্ন জগৎ পার্ক নামের বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার খলেয়া গুঞ্জিপুর এলাকায়। পার্কটি একশ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে। ২০০১ সালে পার্কটি বেসরকারী মালিকানায় স্থাপন করা হয়। এই পার্কটি রংপুর শহর থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত। সবুজের সমাহার রয়েছে ভিন্ন জগৎ পার্কে। এখানে আছে গাছ-গাছালি, ঝোপঝাড় আরো আছে লতাগুল্ম ও বৃক্ষলতা। সবুজ গাছে ঘেরা পার্কটিতে পাখিদের কলোকাকলি থাকে সারাক্ষণ যা দর্শনার্থীদের বিমোহিত করে। গ্রামীণ পরিবেশে পার্কটি তৈরি শহরের অদূরে।  ভিন্ন জগৎ পার্কে দেশি গাছের পাশাপাশি বিদেশী গাছও আছে। পর্যটকরা সতেজ সবুজের ঘ্রাণ নিতে পারে এবং স্বস্তিতে সময় কাটাতে পারে গাছের ছায়ায়।


ভিন্ন জগৎ পার্কে চোখে পড়বে বিশাল লেক। মনোরম লেকটি নয়ন কারবে দর্শনার্থীদের । লেকটিও সবুজে আবৃত যা নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে সহায়তা করবে। কর্তৃপক্ষ পানি পরিষ্কার রাখতে যথাযথ পদক্ষেপ নিয়ে থাকে। ছোট বড় ফুলের গাছও রয়েছে লেকের পাড়ে। নৌকা ভ্রমণে রয়েছে সুব্যবস্থা নৌকা ভ্রমণে যেতে পারেন লেকের পানিতে। পর্যটক চাইলে মাছও ধরতে পারেন লেকে। যারা মাছ ধরার আনন্দ নিতে চান তাদের জন্য সুব্যবস্থা আছে। সবসময় না দেখা গেলেও প্রায়ই লেকে শাপলা ফুটে।


পার্কটিতে হাতি, ঘোড়া, ক্যাঙ্গারু ও অন্যান্য প্রাণীর মূর্তি আছে শিশুদের বিনোদনের জন্য। মূর্তি গুলি দেখে বাচ্চারা বেশ মজা পায় ও আনন্দের সহিত উপভোগ করে। ছোট বড় সবার জন্য বিনোদনের ব্যবস্থা আছে ভিন্ন জগৎ পার্কে। পার্কে সব ধরনের নিরাপত্তার আছে। পিকনিকের ব্যবস্থা আছে এখানে। অনেক মানুষ এক সাথে পিকনিকে আসতে পারে, অধিক যায়গা থাকায় ঝামেলাহীন সবাই পিকনিক উপভোগ করতে পারে। ৭টি কটেজ আছে পার্কে। শৈল্পিকতার ধাঁচে কটেজ গুলো তৈরি। প্রায় ৮০০ থেকে ৯০০ গাড়ি পার্কের ভিতর পার্কিং করার সুব্যবস্থা আছে। 


ভিন্ন জগৎ পার্কে উপভোগ্য বিষয়

* লেক ড্রাইভ
* সুইমিং পুল
* ফ্লাই হেলিকাপ্টার
* ভাষা সৈনিকদের ভাস্কর্য
* বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য
* মেরি গো রাউন্ড
* থ্রিডি মুভি দেখার ব্যবস্থা
* ওয়াক ওয়ে
* নৌকা ভ্রমণের ব্যবস্থা
* সি প্যারাডাইস
* আজব গুহা
* শাপলা চত্বর
* রোবট স্ক্রিল জোন
* স্পেস জার্নি
* জল তরঙ্গ
* আধুনিক বিশ্বের এক বিস্ময় প্লানেটোরিয়াম বা নক্ষত্র
* থ্রি স্টার মডেলের ড্রিম প্যালেস
* তাজমহল 
* পিরামিড
* আইফেল টাওয়ার
* থিম পার্ক 
* শিশু পার্ক
* রাইড ও চিরিয়াখানা
ভিন্ন জগৎ পার্কে মসজিদের সুব্যবস্থা আছে।



Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

please do not enter any spam link in the comment box .

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)